kalerkantho


রাতভর পার্টিতে শাহরুখ কন্যার নাচ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৮ ১৬:২৬রাতভর পার্টিতে শাহরুখ কন্যার নাচ

বন্ধুদের সঙ্গে পার্টি করলেন সুহানা খান। অনন্যা পান্ডে এবং সানায়া কাপুরের সঙ্গে রাতভর পার্টি করতে দেখা গেল শাহরুখ-কন্যাকে। এবার ‘গার্লস গ্যাং’-এর সঙ্গেই দেখা গেল সুহানা খান-কে।

চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের সঙ্গে সুহানা খানের সম্পর্ক বরাবরই ভাল। ক্লাব থেকে পাব, সর্বত্রই চাঙ্কি পান্ডের মেয়ের সঙ্গে দেখা যায় শাহরুখ-কন্যাকে। আর এবারেও তার অন্যথা হয়নি। অনন্যা পান্ডে এবং সানায়া কাপুরের সঙ্গেই নাচতে দেখ গেল সুহানাকে।

সম্প্রতি ভগ ম্যাগাজিনের ফটোশুটে দেখা যায় সুহানা খান-কে। ভগের ফটোশুটে একেবারে অন্যরকম লুকে দেখা যায় সুহানাকে। এরপরই সংশ্লিষ্ঠ ম্যাগাজিনের রেড কার্পেটে হাজির হয়ে মেয়ের ফটোশুট নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেন, সুহানার এবার দায়িত্ব বেড়ে গেল। ভগের মতো ম্যাগাজিন যেভাবে তাঁকে সুযোগ করে দিয়েছে, তাই এবার তাঁর মেয়েরও দায়িত্ব দর্শকদের প্রত্যাশা পূরণ করা। জিনিউজমন্তব্য