kalerkantho


এই ভিডিওটি আপনার সকালকে সুন্দর করবে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুলাই, ২০১৮ ১১:৪১এই ভিডিওটি আপনার সকালকে সুন্দর করবে

ঠিক এই মুহূর্তে নেট-দুনিয়ায় সবচেয়ে কিউট এবং মজার বিষয়টি এবার আপনাদের দেখানো হবে। 

সম্প্রতি ফিল্ম পারসনালিটি করণ জোহর তাঁর ছেলে যশ এবং মেয়ে রুহির সঙ্গে সাইফপুত্র তৈমুরের একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। সেখানে ছোট্ট তৈমুরকে তার বন্ধুদের সঙ্গে প্লে ডেটে বেশ আনন্দ করতেই দেখা যায়। 

আর করণ জোহরের শেয়ার করা ভিডিওটা দেখে তাঁর ইনস্টা-ফ্যাম অত্যন্ত খুশি। কারিনা কাপুর এবং করণ জোহর তাঁদের সন্তানদের নিয়ে এক জায়গায় উপস্থিত হন, যা সত্যিই একটা দারুণ ব্যাপার। 

খেলা সব বাচ্চার কাছেই আনন্দের, আর এই তিন খুদের ক্ষেত্রেও ব্যতিক্রম দেখা গেল না। করণ জোহর ভিডিওটা শুট করেছেন এবং ভিডিওর শেষে কারিনা কাপুরকে একঝলক দেখা যাচ্ছে, যেখানে তিনি তাঁর রবিবারের স্পেশাল সুস্বাদু খাবার উপভোগ করছেন (অন্তত করণ জোহর এমনই বলেছেন)। 

আসুন, দেরি না করে করণ জোহরের শেয়ার করা ভিডিওটা দেখে নিই :
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইনস্ট্রাগাম

 

PLAY DATE!!!!!

A post shared by Karan Johar (@karanjohar) onমন্তব্য