kalerkantho


চীনে যাচ্ছে 'সঞ্জু'

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৮ ১৬:৩৭চীনে যাচ্ছে 'সঞ্জু'

আমির খান এবং সালমান খানের পর এবার চীনে পাড়ি জমাচ্ছেন রণবীর কাপুর। পিটিআই সূত্র জানায়, ফক্স স্টার স্টুডিও চীনে 'সঞ্জু' মুক্তি দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' ভারতে বক্স অফিসে বাজিমাত করার পর অনেক ডিস্ট্রিবিউটর চীনে ছবিটি দিতে আগ্রহ প্রকাশ করেন। 

এ ছাড়াও 'সঞ্জু' নির্মাতারা চীনের পাশাপাশি জাপান ও কোরিয়াতে সিনেমাটা মুক্তি দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন। ফক্স স্টার স্টুডিওর পক্ষ থেকে পিটিআইকে এ কথাও জানানো হয়।

রাজকুমার হিরানি পরিচালিত 'সঞ্জু' গত ২৯ জুন ভারতে চার হাজারের বেশি হলে মুক্তি পায় এবং ইতিিমধ্যে ছবিটি ৩২৬.৮০ কোটি রুপি আয় করেছে। 

ফক্স স্টার স্টুডিওর পক্ষ থেকে আরো জানানো হয়, ছবির সাফল্যের মূল কারণ তার স্ক্রিপ্ট। অভিনেতারা অত্যন্ত দক্ষ হলেও স্ক্রিপ্ট ভালো হওয়ার ওপরই সবটা নির্ভর করে। দর্শকরা স্ক্রিপ্ট ভালো না হলে কোনো সিনেমার জন্য পয়সা খরচ করবে না।  

চীনে আমির খানের ছবির বাজার খুব ভালো। পিকে, দঙ্গল, সিক্রেট সুপারস্টার ইত্যাদি ছবিগুলো চীনে দর্শকদের মন জয় করেছে। এ ছাড়াও সালমান খানের 'বজরঙ্গি ভাইজান' এবং ইরফান খানের 'হিন্দি মিডিয়াম' ছবি দুটোও চীনের বাজারে ভালো চলেছে। 

তবে, ফক্স স্টারের পক্ষ থেকে 'সঞ্জু'র চীনে মুক্তির বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সূত্র : বলিউড লাইফ.কম

 মন্তব্য