kalerkantho


শীর্ষ ৫ আয় করা ছবির তালিকায় 'সঞ্জু'

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৮ ১২:১৩শীর্ষ ৫ আয় করা ছবির তালিকায় 'সঞ্জু'

সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে শুরু থেকেই তুলকালাম চলছে। আলোচনা-সমালোচনা আর নানা জল্পনা-কল্পনার পর এবার তার আয় নিয়েও চলছে নানা কথা। তবে ইতিমধ্যে ছবিটি ঢুকে পড়েছে বলিউডের শীর্ষ আয় করা ৫টি ছবির তালিকায়।

হ্যাঁ, তৃতীয় উইকএন্ড শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৬.৮০ কোটি রুপি। আর আয়ের দিক দিয়ে এটির সামনে আছে চারটি ছবি। 

তালিকার ওপরের ছবিগুলো হলো বহুবলী ২, টাইগার জিন্দা হ্যায়, দঙ্গল ও সুলতান। 

আয় ও অন্যান্য বিষয়গুলো নিজের ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছেন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

উল্লেখ্য, গত ২৯ জুন মুক্তিপ্রাপ্ত এই বায়োপিকটির পরিচালক রাজকুমার হিরানি। মূল চরিত্রে আছেন রণবীর কাপুর। তাঁর সাথে ছবিতে আরো অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, আনুশকা শর্মা, সোনম কাপুর, ভিকি কৌশল, দিয়া মির্জা, জিম সর্ভ প্রমুখ।
সূত্র : ডেকন ক্রনিকল

 মন্তব্য