kalerkantho


বক্স অফিসে ধারাবাহিক 'সুরমা', ৫ দিনে আয় ১৭ কোটি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১৭:৩৭বক্স অফিসে ধারাবাহিক 'সুরমা', ৫ দিনে আয় ১৭ কোটি

ভারতীয় হকি দলের অধিনায়ক 'ফ্লিকার' সন্দীপ সিংয়ের বায়োপিক 'সুরমা' বক্স অফিসে তার ধারাবাহিক আয় অব্যাহত রেখেছে। ৫ দিন শেষে ছবিটি আয় করেছে ১৭.৭৯ কোটি রুপি। 

আয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ভালো করছে সুরমা, আয় অব্যাহত আছে। সেই সাথে রক্ষা করছে ধারাবাহিকতা।

উল্লেখ্য, গত শুক্রবার মারভেল মুভি 'অ্যান্ট-ম্যান অ্যান্ড দি ওয়াসপ'-এর সাথে মুক্তি দেওয়া হয় দিলজিত দোসাঞ্জ ও তাপসী পান্নু অভিনীত এই স্পোর্টস ড্রামাটি। শাদ আলী পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেন অঙ্গদ বেদী, সতীশ কৌশিক প্রমুখ।
সূত্র : এনডিটিভি, দি ইন্ডিয়ান এক্সপ্রেস 

  মন্তব্য