kalerkantho


প্রথম পর্বেই ঝিলিক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১৭:২৬প্রথম পর্বেই ঝিলিক

লাইভ অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী ঝিলিক। এটা নতুন খবর নয়। কেননা লাইভে ঝিলককে দেখা যায়। কিন্তু বেসরকারি টেলিভিশন দেশ টিভিতে শুরু হচ্ছে নতুন মিউজিক্যাল লাইভ বিসক্লাব ফ্রুট ফান বিস্কিট মিউজিক ফেস্ট। আর এই অনুষ্ঠানের প্রথম পর্বেই উপস্থিত হচ্ছেন সেরা কণ্ঠ খ্যাত এই সঙ্গীতশিল্পী

দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং ফোনে দর্শকের সরাসরি অংশগ্রহণ ও অনুরোধের গানের অনুষ্ঠান এটি। এখন থেকে প্রতি শুক্রবার রাত ১১ট ৪৫ মিনিট থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

প্রথম পর্বে গান গাইতে আসছেন ঝিলিক। ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পায়েল। এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নম্বরে ফোন করে।মন্তব্য