kalerkantho


প্রিয়াঙ্কার জন্মদিনে প্রিয়াঙ্কার আত্মহনন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১৫:৩৮প্রিয়াঙ্কার জন্মদিনে প্রিয়াঙ্কার আত্মহনন

আজ ১৮ জুলাই, বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। বয়ফ্রেন্ডকে নিয়ে তাঁর জন্মদিন পালনের খবরে যখন ভরে যাচ্ছে সংবাদমাধ্যম, ঠিক তখনই আরেক প্রিয়াঙ্কার মৃত্যুসংবাদে চমকে ওঠে সিনে মহল্লা।

হ্যাঁ, আত্মহত্যা করেছেন জনপ্রিয় তামিল টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা।

আজ বুধবার সকালে চেন্নাইয়ের ভালাসারাভাকমে নিজ বাসস্থানের একটি ঘর থেকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয় হাসপাতালে। এটা হত্যা না আত্মহত্যা- সে নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

তিন বছর আগে অরুণ বালাকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। তবে তাঁদের কোনো সন্তানাদি ছিল না। সম্প্রতি তাঁরা আলাদাভাবে বসবাস করছিলেন। তবে, প্রিয়াঙ্কার আত্মহত্যার কারণ এখনও অস্পষ্ট। 

সম্প্রতি প্রিয়াঙ্কা জনপ্রিয় তামিল টিভি সিরিয়াল 'ভানসাম'-এ অভিনয় করছিলেন। সিরিয়ালটির লিড রোলে আছেন জনপ্রিয় টিভি স্টার রম্য কৃষ্ণাণ। এ ছাড়াও প্রিয়াঙ্কা বেশ ক'টি ছবিতেও অভিনয় করেছেন। 
সূত্র : ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া
      মন্তব্য