kalerkantho


আলিয়া ভাটের পোস্টে কাকে দেখা গেল?

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৮ ১৫:৪১আলিয়া ভাটের পোস্টে কাকে দেখা গেল?

'ব্রহ্মাস্ত্র'র শুটিং চলছে বুলগেরিয়াতে। আর এই শুটিং চলাকালীন রণবীর কাপুর তাঁর রিউমার্ড গার্লফ্রেন্ড আলিয়া ভাটের ইনস্টাগ্রাম প্রফাইলে সামান্য ধরা পড়লেন, অনেকটা পরোক্ষভাবেই। 

আর এটা যদি আপনারা না দেখে থাকেন, তবে অবাক হওয়ার কিছু নেই। 

ব্রহ্মাস্ত্র'র শুটিং-এর ফাঁকে মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনি এবং হেয়ারস্টাইলিস্ট প্রিয়াঙ্কা বোরকার এবং রণবীর কাপুরের সঙ্গে একটা ছবি শেয়ার করলেন আলিয়া ভাট। 
কিন্তু রণবীর কি আদৌ ফ্রেমে আছেন? পেছনে দেখুন তিনি প্রকৃতির ছবি ফোনবন্দি করতে ব্যস্ত। 

দ্য গার্লস... ওহ, অ্যান্ড রণবীর; নিজের পোস্টের ক্যাপশনে লেখেন আলিয়া ভাট। একই ছবি শেয়ার করে পুনিত বি সাইনি লেখেন, বেবিস ফর লাইফ।

সম্প্রতি রণবীর কাপুর অভিনীত 'সঞ্জু' বক্স অফিসে অপ্রত্যাশিত রেকর্ড তৈরি করেছে। ছবিটি ইতিমধ্যে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে এবং আলিয়া ভাটের 'রাজি'ও দারুণ হিট।

তিন অধ্যায়ের গল্প 'ব্রহ্মাস্ত্র' আগামী বছর মুক্তি পাবে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটিতে রণবীর ও আলিয়ার সঙ্গে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়কে দেখা যাবে।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেসমন্তব্য