kalerkantho


এবার নিকের পরিবারের সঙ্গে ডিনারে প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৮ ১৫:১৮এবার নিকের পরিবারের সঙ্গে ডিনারে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ভারতে এসে ঘুরে গেছেন। মার্কিন গায়ক নিক জোনসকে মায়ের সঙ্গে আলাপ করাতে দেশে নিয়ে এসেছিলেন তিনি। এবার নিকের পরিবারের সঙ্গে আলাপ পর্ব হলো প্রিয়াঙ্কার। গতরাতে লন্ডনে নিক ও তাঁর পরিবারের সঙ্গে ডিনার ডেটে গেছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবি সামনে এসেছে।

এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,নিক, তাঁর ভাই জো  ও কেভিন, জোয়ের হবু স্ত্রী সোফিয়ার সঙ্গে ডিনারে গেছিলেন প্রিয়াঙ্কা। নিকের হাত ধরে প্রিয়াঙ্কাকে রেস্তরাঁর বাইরে আসতেও দেখা যায়। সেই ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

আগামীকাল ৩৬-এ পা দেবেন প্রিয়াঙ্কা। তাঁর জন্মদিনে বিশেষ কী করছেন নিক, সেই নিয়ে কম জল্পনা হয়নি। শোনা যাচ্ছিল, প্রিয়াঙ্কার জন্মদিন পালন করতে নিক কোনও এক ডেস্টিনেশন ঠিক করে রেখেছেন। কিন্তু, সব জল্পনায় জল ঢেলে প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা লন্ডন উড়ে এসেছেন এই মার্কিন গায়ক। যদিও প্রিয়াঙ্কার জন্মদিন ঠিক কীভাবে পালন করা হবে, তা জানা যায়নি।

মেটগালার আলাপ যে এতদূর পৌঁছাবে তা কেউ বুঝতে পারেনি। তবে একের পর এক ডিনার, স্পোর্টস ইভেন্টস ও অনুষ্ঠানে নিক-প্রিয়াঙ্কার একসঙ্গে যাওয়া থেকেই শুরু হয় জল্পনা। আর এই জল্পনার মাঝেই নিককে দেশে নিয়ে আসেন প্রিয়াঙ্কা। অন্যদিকে এও শোনা যাচ্ছে, খুব বেশি দেরি করতে চান না প্রিয়াঙ্কা। বিয়েটা আগামীবছরই সারতে পারেন।মন্তব্য