kalerkantho


বিরাট-আনুশকার নতুন ছবিটি একবার দেখুন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৮ ১২:১৭বিরাট-আনুশকার নতুন ছবিটি একবার দেখুন

দুজনই নিজ নিজ জায়গায় মহাতারকা। সুপার সেলিব্রিটি। একজন বিরাট কোহলি, আরেকজন আনুশকা শর্মা। এই চলচ্চিত্র-ক্রিকেট জুটি প্রায়ই নানা উপলক্ষে তাঁদের ছবি সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করে থাকেন।

আর প্রকাশের সাথে সাথেই তা হয়ে যায় ভাইরাল।

সর্বসম্প্রতি তাঁদের একটি ছবি পোস্ট করা হয় আনুশকা শর্মার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ছবিতে দেখা যাচ্ছে ২৯ বছর বয়সী ক্রিকেটারের পিছে তাঁকে জাপটে ধরে দাঁড়িয়ে আছেন ৩০ বছর বয়সী বলিউড ডিভা আনুশকা শর্মা। 

ছবিটির কোনো ক্যাপশন নেই। গতকাল প্রকাশিত ছবিটি ইতিমধ্যে ২২ লাখ লাইক পেয়েছে। ছবিটিতে নানা ধরনের মন্তব্য এসেছে প্রায় ১৫ হাজারের বেশি।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সেই সাথে স্বামীকে উৎসাহ দিতে সেখানে আছেন আনুশকা। 
সূত্র : ডিএনএ মন্তব্য