kalerkantho


কারিনার সঙ্গে রোম্যান্স করছেন অক্ষয়?

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৮ ১৭:২১কারিনার সঙ্গে রোম্যান্স করছেন অক্ষয়?

‘ভিরে দি ওয়েডিং’-এর মুক্তির পর পরই কারিনা জানিয়েছিলেন, পরের সিনেমার জন্য তৈরি হচ্ছেন তিনি। কিন্তু, বেবোর হাতে কোন সিনেমা রয়েছে, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি করিনা। এসবের মাঝেই সইফ এবং তৈমুরের সঙ্গে বিদেশে ছুটি কাটিয়ে আসেন করিনা। পাশাপাশি করিশমার জন্মদিন উপলক্ষেও পরিবারের সঙ্গে ‘হ্যাপি টাইমস’ কাটিয়ে এবার দেশে ফিরলেন বেবো।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার নাকি করণ জহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে কাজ করতে চলেছেন কারিনা। বলিউডের প্রথম সারির এই নায়িকার বিপরীতে কে রয়েছেন জানেন? বলিউডের খবর, করণ জহরের হাত ধরে এবার ফের করিনার সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয় কুমার। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বেবো।

কারিনা কাপুর খানের সঙ্গে অক্ষয় কুমারের বন্ধুত্বের সম্পর্কের কথা বলিউডে বেশ পরিচিত। তাই ভাল বন্ধুর সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথায় বেশ খুশি কারিনা। প্রসঙ্গত, এর আগে ‘গব্বর’-এ করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় অক্ষয় কুমারকে।

এদিকে করণ জহরের এই সিনেমায় কারিনা এবং অক্ষয় কুমারের সঙ্গে রয়েছেন কিয়ারা আদবানি এবং দলজিত সিং দোসাঞ্জও। জানা যাচ্ছে, কিয়ারা এবং দলজিতও করিনা এবং অক্ষয়ের সঙ্গেই করণের ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন।

অন্যদিকে, সবে সবে ‘গোল্ড’-এর শুটিং শেষ করেছেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই এই সিনেমার ২টি গানও জনপ্রিয় হয়েছে। ‘গোল্ড’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন বাঙালি-কন্যা মৌনি রয়। পাশাপাশি এই সিনেমায় একজন বাঙালির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে।জিনিউজমন্তব্য