kalerkantho


'সায়নীর সাথে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো'

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০১৮ ১০:০৩'সায়নীর সাথে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো'

বাংলাদেশের ইমন ও কলকাতার সায়নী ঘোষ অভিনীত ‘সিনেমার পর্দায় সব চরিত্র কাল্পনিক’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হয় ওয়েব ফিল্ম ‘সিনেমার পর্দায় সব চরিত্র কাল্পনিক’। সেখানেই অভিনয় করছেন ইমন ও কলকাতার সায়নী।

ইমন বলেন, কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয় ছিল। তার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে এই ছবি দেখে আমাকে পছন্দ করেন। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই। ছবির কাজ শেষ করলাম।সায়নীর সাথে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো।

সায়নী বলেন, আমার সঙ্গে বাংলাদেশ থেকে মামনুন হাসান ইমন রয়েছেন। ছবিতে এক  ফিল্ম মেকারের চরিত্র করছেন ইমন। আমি একজন সাবজেক্ট। সে ভাবেই আলাপ হবে আমাদের। জাস্ট শুটিং শেষ করলাম আমরা।’

কৃশ সোমক বেরার পরিচালনায় তপন রায় এবং বনানী রায়ের প্রযোজনায় এই শর্ট ফিল্মের শুটিং শুরু হয়েছিল গত এপ্রিলে। সায়নী জানালেন, আগামী ঈদে অথবা পূজায় এই শর্ট ফিল্ম রিলিজ হবে ইউটিউবে। সব মিলিয়ে গোটা টিমের সঙ্গে কাজ করে খুশি সায়নীও।মন্তব্য