kalerkantho


'সত্যমেব জয়তে'র নতুন গানটি অসাধারণ

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ১৪:৩৩'সত্যমেব জয়তে'র নতুন গানটি অসাধারণ

নোরা ফাতেহির দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে 'দিলবার' ইতিমধ্যে দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সুপারহিট এই আইটেম গানটির মাধ্যমে দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে জন আব্রাহান ও মনোজ তিওয়ারি অভিনীতি দুর্নীতিবিরোধী অ্যাকশন এন্টারটেইনার 'সত্যমেব জয়তে'।

আর এবার নির্মাতারা আনলেন অসাধারণ একটি ভালোবাসার গান। 'পানিও সা' শিরোনামের এই অনন্য লাভ ব্যালাডটি যেকোনো সংগীতপিপাসুকে মুগ্ধ করবে।

গানটিতে জন আব্রাহাম ও আলিসা শর্মার কেমিস্ট্রি মনোমুগ্ধকর।

কুমারের কথায় গানটির চমৎকার সংগীত আয়োজন করেছেন রোচক কোহলি। গানটি গেয়েছেন মেলোডি-মাস্টার আতিফ আসলাম, সাথে ছিলেন তুলসী কুমার।  

এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক ও টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার বলেন, 'পানিও সা' গানটি অ্যাকশন মরুভূমিতে একটি মরুদ্যানের মতো। সংগীতসংশ্লিষ্টরা সবাই অসাধারণ। গানটি সবার ভালো লাগবে।

মিলাপ মিলান জাভেরি পরিচালিত ছবিটি আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
 মন্তব্য