kalerkantho


সৎ মেয়ের জন্য কারিনার দৃষ্টান্ত!

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০১৮ ১৯:৪৬সৎ মেয়ের জন্য কারিনার দৃষ্টান্ত!

রণবীর সিং-এর সঙ্গে ‘সিম্বা’ দিয়েই বলিউডে অভিষেক করবেন সারা আলি খান। সেই সঙ্গে চলছে ‘কেদারনাথ’-এর শুটিংও। ক্যারিয়ারের শুরুতেই পর পর দুইটি সিনেমার শুটিং করেই চলেছেন সাইফ কন্যা। আর তাই মেয়ের (সইফের প্রথম পক্ষের) চাপ কাটাতে কারিনা এগিয়ে এলেন।

সিম্বা’-য় যাতে সারাকে ‘পারফেক্ট লুকে’ দেখা যায়, তার জন্য নিজে উদ্যোগ নিয়েছেন কারিনা। জানা গেছে, কারিনা নিজের হেয়ারস্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্ট পম্পিকে সারার কাছে পাঠিয়েছেন। কারিনার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান, পম্পি যেন সব সময় কারিনাকে সাজিয়ে গুছিয়ে রাখেন।

সেই কারণেই এবার সারার ‘পারফেক্ট লুকের’ জন্যও পম্পির উপরই ভরসা করে রয়েছেন কারিনা। পম্পি যাতে সুন্দর করে সারার মেকআপ সামলে দেন, সেই নির্দেশই দিয়েছেন বেবো।

সাইফ-অমৃতার মেয়ে হলেও, কারিনার সঙ্গে সারার সম্পর্ক একেবারে বন্ধুর মতো। সারা নাকি তাঁর ভাল বন্ধু। এবং সময় পেলে মাঝে মধ্যেই মা-মেয়ে একসঙ্গে বেরিয়ে পড়েন বলেও জানান করিনা কাপুর খান। জিনিউজমন্তব্য