kalerkantho


টপলেস ছবি ইলিয়ানার, হইচই ইনস্টাগ্রামে

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০১৮ ১৯:৩৫টপলেস ছবি ইলিয়ানার, হইচই ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রামে ছবি আপলোড করে ফের বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে এবার আর বিকিনি নয়, বরং টপলেস ছবি পোস্ট করেই বিতর্ককে নিজের দিকে টেনে নিলেন ইলিয়ানা। ইলিয়ানার সেই পোস্টের নিচে একের পর এক কমেন্টও পরে নেটিজেনদের।

তবে সে সবকে পাত্তা দেননি ইলিয়ানা ৷ বরং, সোজাসাপটা জানিয়েছেন, ‘কে কী ভাবল, তাতে বয়েই গিয়েছে ৷ অন্যরা আমাকে নিয়ে কী ভাবল, সেটা বড় কথা নয় ৷ বরং নিজের ভাবনাটাই আমার কাছে শেষ ভাবনা ৷’

ইলিয়ানার সঙ্গে এ ঘটনা প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন ইলিয়ানা ৷ তবে সেবার হবু বরের সঙ্গে সমুদ্র সৈকতে বিকিনি পরা ছবি দিয়েছিলেন ইলিয়ানা ৷

সমুদ্র সৈকতে বিকিনি পরে সেই ছবি শেয়ার করে ভাইরাল হয়েছেন ইলিয়ানা ৷ সে সময়, ইলিয়ানা জানিয়ে ছিলেন, ‘সমু্দ্র সৈকতে বিকিনি পরব না তো কি শাড়ি পরব ?’ তবে ইলিয়ানা স্পষ্ট জানিয়েছেন, গুঞ্জনকে এড়িয়ে চলাই ভালো। নিউজএইটিনমন্তব্য