kalerkantho


ওয়াসিম-রোজিনার ‘ছায়াগল্প’

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৮ ২০:১৮ওয়াসিম-রোজিনার ‘ছায়াগল্প’

একসময়ের জনপ্রিয় জুটি ওয়াসিম-রোজিনা। ‘রাজমহল’, ‘রাজকন্যা’, ‘রাজ সিংহাসন’, ‘মানসী’, ‘শীষ নাগ’, ‘রাজিয়া সুলতানা’, ‘বিনি সুতার মালা’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন তাঁরা। দীর্ঘদিন পর আবার একসঙ্গে হলেন সোনালি যুগের এই জুটি।

বিটিভির ‘ছায়াগল্প’ নামের একটি অনুষ্ঠানে দেখা যাবে তাঁদের। গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন বুশরা। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘সত্তর ও আশির দশকের সাড়া-জাগানো জুটি ওয়াসিম-রোজিনা।

৩০ মিনিটের এই অনুষ্ঠানে তাঁদের অভিনীত ছবির গান, ক্যারিয়ারের অনেক অজানা বিষয় তুলে ধরা হবে।’ রোজিনা বলেন. ‘দীর্ঘদিন পর ওয়াসিম ভাইয়ের সঙ্গে দেখা হলো। আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি। তিনি শুধু জনপ্রিয় নায়ক নন, আমার দেখা একজন ভালো মানুষ।’ ওয়াসিম বলেন, ‘রোজিনাকে দেখার পর চোখের সামনে হারানো দিনগুলো ভেসে উঠল। কত স্মৃতি আমাদের! শুটিংয়ের অবসরে কত গল্প করেছি, আড্ডা দিয়েছি আমরা!’মন্তব্য