kalerkantho


বিয়ে করলেন বাপ্পা-তানিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৮ ১৬:৫৮বিয়ে করলেন বাপ্পা-তানিয়া

অবশেষে বিয়ে করলেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। শনিবার বিকেলে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ঈদের পর বাপ্পা মজুমদার বিয়ে করবেন, এ কথা আগেই বলেছিলেন বাপ্পা। শনিবার সে কথাই রাখলেন দুজন। এদিন রাতে দুই পরিবারের পক্ষ থেকে ছোট পরিসরে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাপ্পা ও তানিয়া পরিবার ও মিডিয়া জগতের তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

বিয়ের পর বাপ্পা মজুমদার সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, নতুন জীবন শুরু করলাম দোয়া করেবেন সকলে। গত ১৬ মে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বাগদান সম্পন্ন হয়। বাগদানের খবর গোপন রাখেননি তাঁরা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন।

তানিয়া হোসাইনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১০ সালে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর এক বছরের মধ্যে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে,বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিবাহবিচ্ছেদ ঘটে। এরপরই বাপ্পা ও তানিয়া বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নেন।মন্তব্য