kalerkantho


ব্রাজিলভক্ত ফারুকী

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৮ ১১:২৫ব্রাজিলভক্ত ফারুকী

বিমানবন্দরের লবিতে বসে-দাঁড়িয়ে নানা কৌশলে ম্যাচটি দেখেছেন ফারুকী

ব্রাজিলের ঘোর সমর্থক মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্বকাপ এলে প্রিয় দল নিয়ে নানাভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন। প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যখন কোস্টারিকার মুখোমুখি, ফারুকী তখন একটি ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে লন্ডনের পথে। তাই বলে নেইমারদের খেলা দেখবেন না তা কি হয়! বিমানে এবং বিমানবন্দরের লবিতে বসে-দাঁড়িয়ে নানা কৌশলে ম্যাচটি দেখেছেন ফারুকী। গোপনে তাঁর এমন কয়েকটি ছবি তুলেছেন সঙ্গে থাকা স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

চারটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে ফারুকী লিখেছেন, ‘বিমান ছেড়ে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত একজন নিষ্পাপ ভক্ত ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ দেখার চেষ্টা করছে। গোপনে একজন পাপারাজ্জি ব্যস্ত মুহূর্তগুলো শিকার করছে। ছবিই সব কথা বলে দিচ্ছে।’ সঙ্গে যোগ করেন, ‘ফটো ডিসক্রেডিট নুসরাত ইমরোজ তিশা’। মন্তব্য