kalerkantho


আর লুকোচুরি নয়; প্রিয়াঙ্কা-নিক এবার প্রকাশ্যে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৮ ১১:৫৩আর লুকোচুরি নয়; প্রিয়াঙ্কা-নিক এবার প্রকাশ্যে

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তাঁর 'রিউমার্ড' বয়ফেন্ড নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছেন। মার্কিন এই গায়ককে নিয়ে তিনি গতকাল রাতে এক ডিনার পার্টিতেও গিয়েছেন বলে বলে জানা গেছে।

ওই সময়ে তাঁদের হাত ধরে চলা ছবিগুলো সোশাল মিডিয়া ও মেইনস্ট্রিম মিডিয়ায় বেশ ফলাও করে প্রচার হচ্ছে।

দুজনই বেশ রিল্যাক্সড মুডে ছিলেন। প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা-কালো চেক পোশাক আর নিক পরেছিলেন একটি খাকি ট্রাউজার, সাথে সাদা শার্ট।

২০১৭ সালের মেট গালা থেকেই তাঁদের পরিচয়। রালফ লরেনের ডিজাইন করা পোশাক পরে এক সাথে রেড কার্পেটে হেঁটেছেনও তাঁরা। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। গত বৃহস্পতিবার রাতে এক সাথে ভারতের মাটিতে পা রাখেন রাখেন তাঁরা।

প্রিয়াঙ্কার ভক্ত-অনুরাগীরা তাঁদের এই 'লো-কি আউটিং'য়ের অনেক ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে নান শুভেচ্ছাবার্তা প্রদান করেন।

উল্লেখ্য, প্রিয়াঙ্কার চোপড়ার মা ডা. মধু চোপড়াও তাঁদের সাথে ছিলেন।

তবে, প্রিয়াঙ্কা চোপড়া বা নিক জোনাস- কেউই এখনো তাঁদের সম্পর্ক নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
সূত্র : ডেকন ক্রনিকল, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

     


  


    মন্তব্য