kalerkantho

বিশ্বব্যাপী ২৫৫ কোটি আয় করল 'রেস ৩'

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুন, ২০১৮ ১০:৫৮ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বব্যাপী ২৫৫ কোটি আয় করল 'রেস ৩'

শুধু ভারতের বক্স অফিসে নয়, বিশ্বব্যাপীই ঝড় তুলেছে সালমান খানের সর্বসাম্প্রতিক ব্লকবাস্টার 'রেস ৩'। মাত্র এক সপ্তাহেই এই অ্যাকশন এন্টারটেইনারটির গ্লোবাল বক্স অফিস আয় ২৫০ কোটি ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রেমো ডি'সুজার এই ছবিটির গ্লোবাল বক্স অফিস আয় ২৫৫.৫২ কোটি রুপি আর শুধু ভারতের বাজারে ছবিটি ইতিমধ্যে আয় করেছে ১৪৮.০৫ কোটি রুপি।

রেস ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তি মুক্তির দিন থেকেই রেকর্ড ভাঙা শুরু করেছে। ছবিটিতে সালমানের সাথে আরো আছেন জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ববি দেওল, সাকিব সেলিম, ডেইজি শাহ প্রমুখ।

যদিও, ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই নানা বিরোধী কথা শোনা যাচ্ছিল ছবিটি নিয়ে। এর রিভিউ-ও ভালো ছিল না। কোনো চলচ্চিত্র সমলোচকই ভালো রিভিউ দেননি। তবুও, মনে রাখতে হবে, ছবিটি বলিউডের বর্তমানের অন্যতম বড় তারকা সালমান খানের। যিনি একাই একটি ছবিকে টেনে ব্যবসাসফল ছবির তালিকায় ওঠাতে পারেন। আর এ ক্ষেত্রেও তা-ই ঘটেছে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস   

মন্তব্য