kalerkantho


মাধুরী দীক্ষিতকে সত্যিই ভালোবাসতেন সঞ্জয় দত্ত?

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুন, ২০১৮ ২১:০৩মাধুরী দীক্ষিতকে সত্যিই ভালোবাসতেন সঞ্জয় দত্ত?

মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম কাহিনী দেখানো হবে না রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’-তে। সিনেমার শুটিংয়ের সময় থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল বিভিন্ন সময়ে।

ফলে ‘সঞ্জু’-তে টেলিভিশন অভিনেত্রী কারিশমা তান্না অভিনয় করছেন বলে শোনা গেলেও, তাঁর লুক প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু, ‘সঞ্জু’-র মুক্তির ১০ দিন আগে এবার প্রকাশ্যে এল করিশমা তান্নার লুক।

রণবীর কাপুর, কারিশমা তান্নার পাশাপাশি ‘সঞ্জু’-র ওই ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা বিকি কৌশলকে। কারিশমা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করলেও, তিনি কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে কিছুই খোলসা করেননি।

তবে কারিশমার লুক ভাল করে দেখলে, আপনার ‘খলনায়ক’-এর মাধুরী অর্থাত গঙ্গার কথা মনে পড়বে অনেকাংশে। জিনিউজমন্তব্য