kalerkantho


'ফানি খান'-এর শুটিং শেষ করলেন রাজকুমার রাও

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৮ ১৫:২৮'ফানি খান'-এর শুটিং শেষ করলেন রাজকুমার রাও

আপকামিং মিউজিক্যাল ড্রামা 'ফানি খান'-এ নিজের অংশের শুটিং শেষ করেছেন বলিউডের শক্তিমান তরুণ অভিনেতা রাজকুমার রাও। অতুল মাঞ্জরেকার পরিচালিত ছবিটিতে তাঁর সঙ্গে আরো আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও দিব্যা দত্ত।

আর 'ফানি খান' জার্নিকে আনন্দময় করে তোলার জন্য এই 'নিউটন' তারকা পুরো টিমকে ধন্যবাদ জানান নিজের ট্যুইটার হ্যান্ডেলে।

তিনি লেখেন, ফনি খান এ আমার অংশের কাজ শেষ করলাম। আমাদের শ্রম আর ভালোবাসায় মাখা ছবিটি আগামী ৩ আগস্ট মুক্তি পাবে। ধন্যবাদ, টিম ফানি খান।

ছবিটির জন্য প্রায় ১০ কেজি ওজন ঝরিয়েছেন রাজকুমার রাও। ছবিটি নির্মিত হয়েছে একজন বাবার তাঁর মেয়েকে প্রতিষ্ঠিত গায়িকা বানানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে। ওই চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন আর রাজকুমার রাও হবেন তাঁর লাভ ইন্টারেস্ট।

ছবিটি পরিচালনার মাধ্যমে অভিষেক ঘটছে পরিচালক অতুল মাঞ্জরেকারের। আর প্রযোজনা করছে ভূষণ কুমারের টি-সিরিজ এবং রাকেশ ওম প্রকাশ মেহরা পিকচার্স। ছবিটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ আগস্ট।
সূত্র : ডেকন ক্রনিকল

 

 মন্তব্য