kalerkantho


কার বাহুডোরে শাহরুখ কন্যা সুহানা?

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ২১:০৯কার বাহুডোরে শাহরুখ কন্যা সুহানা?

এবার ভাইরালো হল শাহরুখ কন্যা সুহানা খানের ছবি। অচেনা এক ব্যক্তির সঙ্গে সুহানার ছবি যখন ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, তখন যেন জোর গুঞ্জন শুরু হয়। শাহরুখ কন্যা সুহানা কি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও সুহানা খানের ফ্যান ক্লাবের পক্ষ দাবি করা হয়েছে, যে ব্যক্তির সঙ্গে দেখা যাচ্ছে শাহরুখ কন্যাকে, তিনি আসলে সুহানার কলেজের বন্ধু। ঈদ উপলক্ষে নিজের বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেন সুহানা।

এদিকে সম্প্রতি ১৮ বছরে পড়েছেন সুহানা খান। মেয়ের আঠেরো বছরের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি শেয়ার করেন গৌরি খান।মন্তব্য