kalerkantho


বাঘের সঙ্গে মিমের খুনসুঁটি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ১০:৩০বাঘের সঙ্গে মিমের খুনসুঁটি

ঈদের ছুটি কাটানোর জন্য সপরিবারে ব্যাংকক গেছেন বিদ্যা সিনহা মিম। সেখানকার নামুয়াং সাফারি পার্কে ঘুরতে যান ঈদের দ্বিতীয় দিন। উঠেছেন হাতির পিঠে। চড়েছেন ঘোড়ায়ও। কিন্তু সবচেয়ে আনন্দ পেয়েছেন জীবন্ত বাঘের সঙ্গে খুনসুঁটিতে মেতে। 

সেই সময়কার বেশ কয়েকটি ভিডিও ক্লিপসও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতে দেখা যাচ্ছে, মিম বাঘটির শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে ঘাড়েও হাত দিচ্ছেন। আর বাঘটি সেই আদর উপভোগ করছে আপনমনে। মিম বলেন, ‘শুরুতে খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম হিংস্র  প্রাণী, যদি খেপে যায়! তবে সাহস দিয়েছেন মা-বাবা। পরে তো বাঘটি আমার বন্ধু হয়ে গেল!’মন্তব্য