kalerkantho


রণবীরের ছবিতে কী মন্তব্য করলেন দীপিকা!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৮ ১৬:৪৬রণবীরের ছবিতে কী মন্তব্য করলেন দীপিকা!

জল্পনা, কল্পনা- কত কিছুই না হয়েছে তাঁদের নিয়ে। বিয়ে পাকা হওয়ার কথাও সংবাদের শিরোনামে উঠে এসেছে। যদিও মিডিয়ার সামনে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কিন্তু প্রেমের সুবাস কখনও লুকিয়ে রাখা সম্ভব নয়। আবেগের কোনও না কোনও জানলা দিয়ে তা বেরিয়ে পড়বেই। তেমনটাই হল বলিউডের বাজিরাও-মস্তানির ক্ষেত্রে। রণবীরের এক ছবিতেই নিজের আবেগ প্রকাশ্যে জানিয়ে ফেললেন দীপিকা। তাতেই শোরগোল পড়ে গেল চারদিকে। দীপিকার প্রতিক্রিয়াকেই দু’জনের প্রেমের স্বীকারোক্তি হিসেবে মানছেন নেটিজেনরা।

‘গাল্লি বয়’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ‘সিম্বা’র শুটিংও শুরু হয়েছে। এতকিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিতে ভোলেন না রণবীর। সম্প্রতি তিনি সমুদ্র সৈকতে তোলা নিজের এই ছবিটি পোস্ট করেছিলেন। শার্টের বোতাম খোলা ছবিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু এর মধ্যেই একটি কমেন্ট সকলের নজরে আসে। রণবীরের ছবিতে দীপিকার করা মন্তব্যটি। কেবল একটিই শব্দ লেখা ‘Mine!!!’। এই একটি শব্দেই যেন নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন দীপিকা। আর সেই সঙ্গে জানিয়ে দিলেন রণবীরের প্রতি তাঁর ভালোবাসার কথা।মন্তব্য