kalerkantho


বক্স অফিসে বিস্ফোরণ ঘটাল 'ইনক্রেডিবলস ২'

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৮ ১৬:০৫



বক্স অফিসে বিস্ফোরণ ঘটাল 'ইনক্রেডিবলস ২'

সর্বসাম্প্রতিক ডিজনি-পিক্সার মুভি 'ইনক্রেডিবলস ২'-এর বিষয়ে একমাত্র ইনক্রেডিবল বা অবিশ্বাস্য কথাটাই প্রযোজ্য। এই অ্যানিমেটেড ছবিটি রীতিমতো তাকলাগানো সাফল্য পেয়েছে। ৪৪১০টি লোকেশনে মুক্তি পাওয়া এই অ্যানিমেশন মুভিটি রেকর্ড-ব্রেকিং ১৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে মুক্তির দিনেই। 

আর একটি অ্যানিমেটেড ছবির আয় হিসেবে এটি গড়েছে নতুন একটি রেকর্ড। পুরনো রেকর্ডটি ছিল 'ফাইন্ডিং ডরি'র। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিটির আয় ছিল ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। 

সর্বকালের সেরা ১০ বিগেস্ট ওপেনিং ডমেস্টিক ছবির তালিকায় অষ্টম অবস্থানে উঠে এসেছে ছবিটি। এর ঠিক পেছনেই আছে 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট', যার আয় ছিল ১৭৪.৬ মিলিয়ন মার্কিন ডলার। সেই সাথে পিজি-রেটেড ছবির সেরা অভিষেকও বলা হচ্ছে ছবিটিকে।

তবে, ডিজনি-পিক্সারের এই ২০তম আয়োজনের অবিশ্বাস্য সাফল্যে অবাক হয়নি এর প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ, আজ থেকে ১৪ বছর আগে সেরা অ্যানিমেটেড ছবির অস্কারজয়ী এই সিক্যুয়েলের প্রথম ছবিটি বিশ্বব্যাপী ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
সূত্র : ভ্যারাইটি

 



মন্তব্য