kalerkantho


দুই দশক পর মঞ্চে নাচতে নামছেন রেখা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুন, ২০১৮ ১৩:২২দুই দশক পর মঞ্চে নাচতে নামছেন রেখা

ছবি অনলাইন

২০ বছর পর আবার মঞ্চে নামছেন বলিউডের একদা নাচের জন্য বিখ্যাত রেখা। ২০১৮ সালের আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে দেখা যেতে চলেছে অভিনেত্রী রেখার পারফরম্যান্স। এবার আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে নাচবেন তিনি।

বর্তমানে রেখার বয়স ৬৩ বছর। তবে এ বয়সেও তিনি দিব্যি নাচতে পারেন। আর তার সেই নাচের তালে ফের একবার মাতাতে চলেছেন তিনি।

আইফা কর্তৃপক্ষ জানিয়েছে এ বছরে আইফার মঞ্চ নামবেন রেখা। অভিনেতা বরুণ ধাওয়ান রেখার উপস্থিতিতেই আইফার তরফে এই ঘোষণা করেন। বরুণ ধাওয়ানও জানিয়েছেন, সরাসরিরেখার নাচ দেখতে পারাটা সবচেয়ে বড় আকর্ষণ তাঁর কাছে।

অনেকেই বলছেন, এ বছরের আইফার সবচেয়ে বড় আকর্ষণ রেখার নাচ। পারফরম্যান্সের বিষয়ে উচ্ছসিত রেখাও।

রেখা ছাড়াও এবছরে আইফার মঞ্চে দেখা যাবে একাধিক তারকাকে। বরুণ ধাওয়ান, ববি দেওল,  অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর, শাহিদ কাপুর, রণবীর কাপুরকেও পারফর্ম করতে দেখা যাবে আইফার মঞ্চে।মন্তব্য