kalerkantho


অরল্যান্ডোতে ঈদ করলেন শাহরুখ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুন, ২০১৮ ১২:৪৭অরল্যান্ডোতে ঈদ করলেন শাহরুখ

সারা ভারত যখন ঈদ উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই বলিউড মহাতারকা শাহরুখ খান বাড়ি থেকে অনেক দূরে। তাঁর আপকামিং ছবি 'জিরো'র শুটিংয়ে ব্যস্ত। যদিও এই কাজ তাঁকে ঈদের আনন্দ অন্যদের সাথে ভাগাভাগি করার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

ঈদের সময় নিজের আপকামিং ছবি 'জিরো'র শুটিংয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার অরল্যান্ডোতে আছেন বলিউড বাদশাহ। 

আনন্দ এল রাই পরিচালিত 'জিরো'র শুটিংয়ের অবসরে ওখানকার ক'জনের সাথে একটি ছবিতে পোজ দেন এই বলিউড মহাতারকা। এর পর সেই ছবিটা নেট দুনিয়ায় ভাইরাল হয়।

উল্লেখ্য, প্রতি বছর ঈদ এলে শাহরুখ তাঁর বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানান। এবার আর সেটি হলো না। এবার ছবির শুটিং তাঁকে এই শুভেচ্ছা বিনিময় থেকে দূরে সরিয়ে রাখল। 

'জিরো'তে তাঁর সাথে আরো আছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া মন্তব্য