kalerkantho


তোমাকে ভালোবাসি : সালমানকে আমির

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৮ ১৫:০৫তোমাকে ভালোবাসি : সালমানকে আমির

পুরনো বন্ধু তাঁরা। যেকোনো আনন্দ ও সমস্যায় সব সময় একে অন্যের পাশে এসে দাঁড়িয়েছেন। আর এবারও তাই ছবি মুক্তির সাথে সাথে প্রিয় বন্ধু সালমানকে নিজের অনুভূতির কথা জানালেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান।

গতকাল ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি 'রেস ৩'। আর এ বিষয়েই নিজের কথা জানাতে ট্যুইটার হ্যান্ডেলকে বেছে নেন আমির খান। 

লেখেন, হাই সালমান। আমি এখনও তোমার নতুন ছবিটি দেখিনি। তবে আমি নিশ্চিত আমি এবং আমার পরিবার তোমার ছবিটিকে দারুণ উপভোগ করব। তোমাকে ভালোবাসি, ব্যক্তিগতভাবে এবং পেশার জায়গায় দাঁড়িয়ে। ছবিটির ট্রেলার ভালো লেগেছে এবং আশা করি এটি আরেকটি ব্লকবাস্টার হবে এবং আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ভালোবাসা। 

উল্লেখ্য, সালমান খান এবং আমির খান প্রায় একই সময়ে (আমির দশকের শেষ নাগাদ) বলিউড চলচ্চিত্রজগতে পা রাখেন। তাঁদের দুজনের তখনকার দুই ছবি ছিল যথাক্রমে 'ম্যায়নে পেয়ার কিয়া' ও 'কেয়ামত সে কেয়ামত তাক'। আর এ দুজন এক সাথে কাজ করেন 'আন্দাজ আপনা আপনা' নামের একটি ছবিতে।
সূত্র : ডেকন ক্রনিকল        

 মন্তব্য