kalerkantho


ক্যাপিটাল এফএম ৯৪.৮-এ ঈদ আয়োজন

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৮ ১০:২৫ক্যাপিটাল এফএম ৯৪.৮-এ ঈদ আয়োজন

ক্যাপিটাল এফএম ৯৪.৮-এ এবারের ঈদে চলছে নানারকম আনন্দ আয়োজন। তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে গান-আড্ডার মাধ্যমে এবার শ্রোতাদের মাতাবে জনপ্রিয় এই রেডিও স্টেশনটি।

আজ ঈদের দিন সকাল ৮টায় তাহমিনা নিয়ে আসবে 'ঈদ স্পেশাল ক্যাপিটাল ব্রেকফাস্ট'। সকাল ১১টায় শিশুদের আয়োজন 'ইয়ো কিডস' এ থাকছে রুহি, জারিফ এবং রিফা।

দুপুর ১২টায় সকল আরজেদের অংশগ্রহণে 'ক্যাপিটাল  ফ্যামিলি আড্ডা', চলবে দুপুর ৩টা পর্যন্ত। সিলেট-নোয়াখালী-বরিশালের আঞ্চলিক ভাষায় সাজানো 'ঈদ স্পেশাল জেলাস' শুরু হবে বেলা ৩টায়। 

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিকোয়েস্টের গানের আয়োজন নিয়ে থাকছে অরনী। ঈদ স্পেশাল নাট-বল্টু  চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

রাত ৯টায় শাওন গানওয়ালা, সম্রাট ও এমিলের সঞ্চালনায় 'আনপ্লাগড ৯৪.৮-এ থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অটামনাল মুন এবং কর্নিয়া।

অনুষ্ঠানগুলোতে শ্রোতারা এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারবেন। SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME লিখে পাঠাতে হবে 6969 নাম্বারে। আর লাইভ ফোন কলের নাম্বার–০২৫৫০৩৬৬৫৯।

ফেইসবুক লাইভ দেখতে চোখ রাখতে হবে www.facebook.com/capitalfm948-এই ঠিকানায়।' মন্তব্য