kalerkantho


আগুন লাগার সময় কোথায় ছিলেন দীপিকা?

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৮ ১২:০১আগুন লাগার সময় কোথায় ছিলেন দীপিকা?

মুম্বাইয়ের ওরলির বহুতল ভবনে বিধ্বংসী আগুন লাগে গতকাল।  ওরলির বিউমনডে টাওয়ার্স নামে যে বহুতলে আগুনে রয়েছে, সেখানকার ২৬ তলায় দীপিকা পাডুকনের ফ্ল্যাট রয়েছে। তবে বলিউড অভিনেত্রী দীপিকার ফ্ল্যাটের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে, আগুন লাগার সময় দীপিকা ঘরে ছিলেন না বলে জানা গেছে।

এদিকে ওরলির ওই বহুতলে আগুন লাগার পর পরই বিষয়টি নিয়ে টুইট করে মুম্বাই পুলিশ। আগুন যাতে শিগগিরই নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাই করা হয়। ওই ঘটনায় কোনও মন্তব্য করেননি দীপিকা।

জানা গেছে বাবা প্রকাশ পাডুকনের সঙ্গে একযোগে বিউমনডে টাওয়ার্সের ২৬ তলায় ওই ফ্ল্যাট কেনেন দীপিকা। পাশাপাশি ৩৩ তলার ওই বহুতলে বলিউড অভিনেত্রীর পাশাপাশি একাধিক তারকার ফ্ল্যাট রয়েছে।মন্তব্য