kalerkantho


ঈদ উপলক্ষে প্রকাশিত হলো গানের অ্যালবাম নাজমুল কভার

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৮ ১০:৫৯ঈদ উপলক্ষে প্রকাশিত হলো গানের অ্যালবাম নাজমুল কভার

ঈদ উপলক্ষে রূপকথা মিউজিক এর ব্যানারে ভিডিও ফরম্যাটে ও রূপকথা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী নাজমুল হক এর একক কভার গানের অ্যালবাম নাজমুল কভার।

অ্যালবামেরগানগুলোহলো, তীরহারা এই ঢেউয়ের সাগর (আপেল মাহমুদ), এদিন আজি কোনঘরে গো খুলে দিলো (রবীন্দ্র সঙ্গীত), নীল আকাশের নীচে আমি (খন্দকার ফারুক আহমেদ), কারার ঐ লৌহকপাট (নজরুলগীতি), যদি আলপসের সমস্ত বরফ (মান্না দে),আমি ঝড়ের কাছে রেখে গেলাম (হেমন্ত মুখ্যোপাধ্যায়), তোমারে লেগেছে এত যে ভালো (তালাত মাহমুদ), মানুষ ভজলে সোনার মানুষ হবি, বিস্তৃর্ণ দুপারে অসংখ্য মানুষের (ভুপেনহাজারিকা), (১০) চোখ ছলছল করে (ভুপেনহাজারিকা)।

গানগুলোর নতুনভাবে সুনিপুণ মিউজিক করেছেন নন্দিত সংগীত পরিচালক বদরুল আলম বকুল।মন্তব্য