kalerkantho


নাটকে প্রীতম, নায়িকা মম

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৮ ১৭:২৫নাটকে প্রীতম, নায়িকা মম

ঈদে প্রচারিত হতে যাচ্ছে লাক্স পরিবেশিত ও দৃক প্রযোজিত নাটক 'ইমোশনাল ফুল।'  নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এই নাটকের মাধ্যমেই নাটকে দেখা যাবে খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসানকে।

এছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম।  নাবিলা আফরোজ (লাক্স), মুকিত জাকারীয়া, জিয়াউল হক পলাশ এবং আরো অনেকে।

নাটকেরে গল্পে দেখা যাবে প্রীতম একটি বিজ্ঞাপন এজেন্সি তে ক্রিয়েটিভ মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করে। একই এজেন্সিতে কাজ করে মম।

প্রীতম এর থেকে মম বয়সে সিনিয়র। তাদের এই রিলেশনশিপ নিয়ে অফিসে প্রথমে কেউ কিছু না জানলেও আস্তে আস্তে সবাই জানতে পারে। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা।মন্তব্য