kalerkantho


স্টেজে উঠে আগুন ঝরালেন জিনাত-শাবানা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৮ ১২:১৮স্টেজে উঠে আগুন ঝরালেন জিনাত-শাবানা

সালটা ১৯৭০। ওই সালে যখন শাবানা আজমি এবং জিনাত আমন স্টেজে উঠতেন, তখন যেন তাঁদের ছটায় ঝলমলে হয়ে উঠত চারপাশ। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে। যেখানে শাবানা আজমি এবং জিনাত আমনকে পায়ে পা মেলাতে দেখা যাচ্ছে।

সম্প্রতি চিত্র পরিচালক মধুর ভান্ডারকর একটি ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে ‘হরে রামা হরে কৃষ্ণা’-র মত জনপ্রিয় গানে পা মেলাতে দেখা যাচ্ছে শাবানা এবং জিনাতকে। আর ডি বর্মণের সুরে ওই সময় দূরদর্শনে চলছিল আশা ভোসলের অনুষ্ঠান।

আর ওই অনুষ্ঠানেই শাবানা এবং জিনাতকে একসঙ্গে পা মেলাতে দেখা যায়। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

শাবানা আজমি এবং জিনাত আমনের পাশে ওই শো-তে দেখা যায় রণধীর কাপুর এবং জালাল আগা-কেও। জিনিউজমন্তব্য