kalerkantho


আব্রাম খানের জন্মদিনে মা গৌরীর আদুরে পোস্ট

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৮ ১২:৫৮আব্রাম খানের জন্মদিনে মা গৌরীর আদুরে পোস্ট

আজ ২৭ মে, বলিউড বাদশাহ শাহরুখপুত্র আব্রাম খানের জন্মদিন। আজ পাঁচ বছর পূরণ করল আব্রাম। ২০১৩ সালে ২৭ মে শাহরুখ খান-গৌরী খান দম্পতির এই সর্বকনিষ্ঠ সন্তানটির জন্ম হয়।

জন্মের পর থেকেই সুপার স্টার-কিড সে। সব সময় স্টারডমে থাকা ও স্পটলাইটের আলোতে ঝলমল করার কারণে সে জানে কিভাবে মানুষের কাছ থেকে আদর কুড়িয়ে নিতে হয়। তাই, সবার আদর আর পছন্দের তালিকায় এই সুপার স্টার-কিড।

আজ আব্রামের জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আদরের সন্তানের দুটি ছবি পোস্ট করেন মা গৌরী খান। আর তার পর থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কমেন্ট ফিড ভরে গেছে সব বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায়।

শুভ জন্মদিন আব্রাম, দ্য গর্জিয়াস।
সূত্র : এনডিটিভি

  মন্তব্য