kalerkantho


সন্তানদের অবহেলাতেই মৃত্যু বিখ্যাত ভারতীয় অভিনেত্রীর!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৮ ১৮:১২সন্তানদের অবহেলাতেই মৃত্যু বিখ্যাত ভারতীয় অভিনেত্রীর!

সন্তানদের অবহেলাতেই মৃত্যু হলো ভারতীয় ছবির সোনালি যুগের  ‘পাকিজা’ খ্যাত অভিনেত্রী গীতা কাপুরের। এমনটাই অভিযোগ শেষ সময়ে তার পাশে থাকা ঘনিষ্ঠ জনদের।

এমনই একজন প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘গীতার শারীরিক কোনও অসুস্থতা ছিল না। তবে মানসিক ভাবে ভেঙে পড়েছিল ও। বিগত একবছর ধরে ছেলে-মেয়েকে একবার চোখের দেখা দেখতে উৎসুক হয়ে উঠেছিল ও। কিন্তু কেউ আসেনি মায়ের সঙ্গে দেখা করতে। যা ভেতর থেকে খোকলা করে দিয়েছিল ওকে’।

ছেলে-মেয়েদের ব্যস্ত জীবনে মায়ের কোনও জায়গা নেই। তাই বিগত কয়েক বছর ধরে, গ্ল্যাম গার্ল গীতা কাপুরের শেষ ঠিকানা ছিল বৃদ্ধাশ্রম। জানা গিয়েছে, এখনও পর্যন্ত হাসপাতালে আসেননি অভিনেত্রীর কোনও সন্তান।

ভারতীয় ছবির সোনালি যুগের এই অভিনেত্রী প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেন বলে জানা যায়। তবে তাঁর কো-অ্যাক্টরদের মতে এ সংখ্যা ২০ থেকে ২৫টি। তিনি ধর্মেন্দ্রর বিপরীতে 'রাজিয়া সুলতানা'তে অভিনয় করেন।

পরিচালক কমল আমরোহি ‘পাকিজা’ সিনেমায় রাজকুমারের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী গীতা কাপুর।

ভারতীয় সময় আজ আজ সকাল ৯টার সময় মুম্বাইয়ের এক বৃদ্ধাশ্রমে পরলোকগমন করেন এই অভিনেত্রী।মন্তব্য