kalerkantho


সঞ্জয়ের শৈশবকে 'রিপ্লেস' করতে বাড়ির 'রেপ্লিকা' বানালেন হিরানি

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৮ ১০:৪২সঞ্জয়ের শৈশবকে 'রিপ্লেস' করতে বাড়ির 'রেপ্লিকা' বানালেন হিরানি

এ বছরের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি রণবীর কাপুর অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু'। 

ছবিটির টিজার রিলিজের পর থেকেই সিনেপ্রেমীরা যেন এক সাথে সবাই প্রশংসায় ভাসান সঞ্জয়ের ভূমিকায় তরুণ অভিনেতার অনবদ্য অভিনয়শৈলীকে। এর পর থেকে যেন উড়ছেন রণবীর।

তবে, নির্মাতাসূত্রগুলো জানাচ্ছে, যাঁর জীবনভিত্তিক ছবি, তাঁর জীবন এতটাই বৈচিত্র্যময় যে পরিচালক খুব যত্নসহকারে সংশ্লিষ্ট কাজগুলো সেরেছেন। 

আর এ কারণেই সঞ্জয়ের সেই বাড়িটিকে নতুনভাবে সাজাতে হয়েছে হিরানিকে, ছোটবেলায় যে বাড়িতে বাবা-মার সাথে থাকতেন সঞ্জয়। যদিও সেই বাড়িটি এখন আর নেই, তবুও সঞ্জয়ের শৈশবকে 'রিপ্লেস' করার জন্য ওই বাড়িটিকেও আবার বানাতে হয়েছে হিরানিকে। এবং সেটা তিনি করেছেনও। আর এ পুনর্নিমাণে তাঁকে নানা ছবি ও ভিডিও দিয়ে সহযোগিতা করেন সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত।

একট সূত্র জানায়, বিষয়টিকে যথাসম্ভব নিখুঁত করার চেষ্টা করেছেন রাজকুমার হিরানি। অনেকেই দেখে অবাক হবেন, আসল বাড়িটির একটি নিখুঁত রেপ্লিকা তৈরি করেছি আমরা, যা করতে আমাদের সময় লেগেছে ২৫ দিন।
সূত্র : ডিএনএ মন্তব্য