kalerkantho


রণবীর-দীপিকার নতুন বিয়ের তারিখ ১৯ নভেম্বর

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৮ ১৪:১৪রণবীর-দীপিকার নতুন বিয়ের তারিখ ১৯ নভেম্বর

বলিউডে ফের জোর গুঞ্জন ৷ চলতি বছরের নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ জনপ্রিয় এক ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, নভেম্বর মাসের ১৯ তারিখ নাকি মুম্বাইয়েই বসতে চলেছে দীপিকা ও রণবীরের বিয়ের আসর ৷ আর এর কারণেই নাকি রণবীর ও দীপিকা দু’জনেই নতুন কোনও সিনেমা সই করতে আগ্রহী নন।

এর আগে শোনা গিয়েছিল দীপিকা নাকি চান জুলাই মাসে তাঁর বিয়ে হোক, তবে নতুন খবর অনুযায়ী, জুলাই নয়, বরং নভেম্বর মাসেই বিয়ে হতে চলেছে বলিউডের গুঞ্জনে থাকা এই প্রেমিক জুটির ৷

তবে এই ব্যাপারে কখনই মুখ খুলতে চাননি রণবীর ও দীপিকা দু’জনেই ৷ কিন্তু শোনা যাচ্ছে, আপাতত দু’জনের পরিবার বিয়ের শপিংয়ে ব্যস্ত ৷ এমনকী, শোনা যাচ্ছে নানা জায়গায় বুকিং নিয়েও চলছে কথা ৷

অন্যদিকে, শোনা গেছে দীপিকা ও রণবীর নাকি নভেম্বর মাসটা বেশ কয়েকদিন শ্যুটিংয়ের ডেট দেননি৷ এমনকী, দীপিকা ও রণবীরের মেকআপ, ডিজাইনাররাও নাকি ঠিক ওই সময়ই ছুটিতে যাচ্ছেন৷ এই সব ঘটনাকে এক করেই গুঞ্জন উঠেছে নভেম্বর মাসেই হতে চলেছে রণবীর ও দীপিকার বিয়ে ৷ নিউজএইটিনমন্তব্য