kalerkantho


সঞ্জয় দত্তের বায়োপিকের অফার ফিরিয়ে দিয়েছিলেন আমির

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৮ ১২:১৩সঞ্জয় দত্তের বায়োপিকের অফার ফিরিয়ে দিয়েছিলেন আমির

এ বছরই আসতে যাচ্ছে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ৷ চোখ বুজে এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি বলাই যায় ‘সঞ্জু’কে ৷ ইতিমধ্যেই নজর কেড়েছে ‘সঞ্জু’র ট্রেলর ৷ তবে সব থেকে বেশি আলোচনার কেন্দ্রস্থলে রণবীর কাপুর ৷ পর্দায় তাঁকে দেখে যে কেউ কম বয়সী সঞ্জয় দত্ত বলে ভুল করে ফেলছেন ৷ এমন লোভনীয় ছবির অফার নাকি ফিরিয়ে দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট!

পরিস্কার করলেন স্বয়ং আমির খান ৷ ‘সঞ্জু’ ছবিতে আমির খানকে সুনীল দত্তের চরিত্রটি করার জন্য অফার দেওয়া হয়েছিল ৷ কিন্তু আমিরের পছন্দ ছিল সঞ্জয় দত্তের চরিত্রটি ৷ আমির জানান, চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছিল তাঁর ৷ এমনকী সঞ্জয়ের চরিত্রটি করতে আগ্রহীও ছিলেন আমির ৷

কিন্তু ছবির অন্য কোনও চরিত্রের জন্য সম্মতি দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি ৷ সে সময় সঞ্জয়ের চরিত্রটি আগে থেকেই রণবীরের জন্য ঠিক হয়ে গিয়েছিল, ফলে ছবির অফার ফিরিয়ে দিতে বাধ্য হন আমির৷

আমির জানান, ‘সঞ্জু’-তে রণবীরকে দারুণ মানিয়েছে ৷ তাঁর কাজ দেখার জন্য মুখিয়ে আছেন পারফেকশনিস্ট ৷মন্তব্য