kalerkantho


'হেরা ফেরি ৩' আসছে পুরনো কাস্টিংয়ে

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০১৮ ১৬:০৭'হেরা ফেরি ৩' আসছে পুরনো কাস্টিংয়ে

ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডি ছবি 'হেরা ফেরি'র সিক্যুয়েল নিয়ে জল্পনার অন্ত নেই। নানা কথা চলছে এর কাস্টিং নিয়েও। কেউ বলছেন পুরনো কাস্টিং থাকবে, কেউ বলছেন নতুন অন্তর্ভুক্তি রয়েছে। তবে সব কিছুর অবসান ঘটল কমেডি ছবির 'সুপার' ডিরেক্টর ইন্দ্র কুমার বিষয়টি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে নিশ্চিত করার পর। 

কমেডি ছবির এই মারকাটারি পরিচালক তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, এটাও আরো একটি মজার প্রজেক্ট। স্টার কাস্ট পুরনোটাই থাকছে। সেই অক্ষয় কুমার, সুনীল শেঠি আর স্যার পরেশ রাওয়াল। 

'মাস্তি' ও 'ধামাল'-এর মতো ফ্র্যাঞ্চাইজিগুলো নির্মাণ করে সুনাম কুড়িয়েছেন পরিচালক ইন্দ্র কুমার। এ ছাড়াও আরো অনেক সুপারহিট ছবি আছে তাঁর ঝুলিতে।

সুতরাং, আগের কাস্টিংয়েই ফিরছে 'হেরা ফেরি ৩'। 

তবে কে হবেন এই তৃতীয় কিস্তির পরিচালক, তা নিয়েও জল্পনা ছিল। নানা সূত্র নানা তথ্য দিচ্ছিল। কেউ বলছিল, 'বাঘি ২' পরিচালক আহমেদ খান তো কেউ বলছিল 'হেরা ফেরি'র প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শন। আবার কেউ বলছিল, পরিচালক হতে পারেন 'ওয়েলকাম' পরিচালক আনিস বাজমি। সবশেষে জানা গেল পরিচালক হচ্ছেন 'টোটাল ধামাল' পরিচালক ইন্দ্র কুমার।

এ-প্রসঙ্গে একটি নির্ভরযোগ্য সূত্র মুম্বাই মিররকে জানায়, প্রজেক্টটি গত মাসে চূড়ান্ত হয়, যখন অভিনেতারা তাঁদের সময়সূচি চূড়ান্ত করেন। ছবিটি এ বছরের ডিসেম্বরে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে বলে নির্মাতাসূত্র জানিয়েছে। আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। 
সূত্র : ডেকন ক্রনিকলমন্তব্য