kalerkantho


সোনাক্ষী না ইলিয়ানা; কে হবেন অজয়ের লাভ ইন্টারেস্ট

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০১৮ ১২:১২সোনাক্ষী না ইলিয়ানা; কে হবেন অজয়ের লাভ ইন্টারেস্ট

ব্লকবাস্টার 'পেয়ার তো হোনাহি থা'র সেই জুটির কথা কী আপনাদের মনে আছে? অজয় দেবগন আর আনিস বাজমি। দুই দশক পর আবার এক হতে যাচ্ছেন এই অভিনেতা-পরিচালক জুটি। আর ছবিটি একটি কমিক ড্রামা, নাম 'সাদে সাতি'।

উল্লেখ্য, আনিস বাজমির সর্বসাম্প্রতিক প্রজেক্টটি হলো 'মুবারকান'।

এই মাল্টি-স্টারার এর জন্য আরো তিনটি লিড রোল খুঁজছেন পরিচালক। তবে এদের একজন অনিল কাপুর হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রও রয়েছে ছবিটিতে। তবে এদের প্রধান যিনি তিনি হবেন অজয়ের লাভ ইন্টারেস্ট। আর এই চরিত্রে দুজনকে ভাবছে নির্মাতামহল। এদের একজন হবে পারেন ইলিয়ানা ডি'ক্রুজ আর একজন সোনাক্ষী সিনহা। 

তবে এখনো নিশ্চিত জানা যায়নি 'সাদে সাতি' ছবিতে কে হতে যাচ্ছেন অজয়ের লাভ ইন্টারেস্ট।
সূত্র : ডিএনএমন্তব্য