kalerkantho


বিয়ের পর প্রথম রমজান, কী করলেন দীপিকা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৮ ১৭:০১বিয়ের পর প্রথম রমজান, কী করলেন দীপিকা

বিয়ের পর প্রথম রমজান পালন করছেন দীপিকা কাকর এবং শোয়েব ইব্রাহিম। সোশ্যাল সাইটে সেই ছবি শেয়ার করেন দীপিকা, শোয়েব। পরিবারের সবার সঙ্গে কীভাবে একসঙ্গে বসে কীভাবে রোজার উপবাস ভাঙছেন, সেই ছবিও শেয়ার করেন তারকা দম্পতি।

দীপিকা এবং শোয়েবের বিয়ে নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে টেলি টাউন। সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করে কীভাবে নিজের নামও পাল্টে ফেললেন দীপিকা, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। যদিও প্রথমে বিষয়টি একেবারেই গায়ে মাখেননি টেলিভিশনের ওই জনপ্রিয় তারকা।

কিন্তু, পরে দীপিকা স্পষ্ট জানান, বিয়ে এবং নাম সবটাই তাঁর ব্যক্তিগত বিষয়। এবিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেও প্রকাশ্যে জানান ‘সসুরাল সিমর কা’-খ্যাত অভিনেত্রী। শোয়েব এবং দীপিকার ইফতারির সময় সেখানে হাজির ছিলেন অভিনেত্রীর মা রেনুও। জিনিউজমন্তব্য