kalerkantho


'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেকে শহীদের সাথে তারা সুতারিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০১৮ ১৩:৫০'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেকে শহীদের সাথে তারা সুতারিয়া

ইতিমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন তারা সুতারিয়া। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-এ তাঁকে খুব শিগগিরই দেখা যাবে। এটাই তাঁর প্রথম ছবি হলেও আরেকটি সুখবর আছে তাঁর জন্য। খুব শিগগিরই ফ্লোরে গড়াচ্ছে তেলেগু ব্লকবাস্টার 'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেক। আর এ ছবিতেই শহীদ কাপুরের বিপরীতে আসছেন ২২ বছর বয়সী বলিউডের নতুন মুখ ডান্সার-টার্নড-অ্যাক্টর তারা সুতারিয়া।

ছবিটির নামভূমিকায় অভিনয় করবেন শহীদ কাপুর আর তারা সুতারিয়া হবেন তাঁর লাভ ইন্টারেস্ট।

গত বছর মুক্তি পাওয়া মূল তেলেগু ছবিটিতে এই দুটি চরিত্র অভিনয় করেন যথাক্রমে বিজয় দেবেরাকন্দ এবং শালিনী পান্ডে।

মূল তেলেগু ছবির মতো এর হিন্দি রিমেকটিও পরিচালনা করবেন সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা। 

বিষয়টি নিশ্চিত করে গত ১১ মে নির্মাতাদের সাথে একটি সেলফি তোলেন অভিনেতা শহীদ কাপুর। একটি সূত্র জানাচ্ছে, শহীদের বিপরীতে নিষ্পাপ চেহারার ও চরিত্রের সাথে সহজেই মিশে যেতে পারে এমন একটি মেয়ে খোঁজা হচ্ছিল। তারা সুতারিয়া ঠিক তেমনই। ছবিটি জুলাইয়ে ফ্লোরে গড়াবে বলে জানা গেছে।
সূত্র : ডিএনএমন্তব্য