kalerkantho


বলিউডের ছবিতে বাংলাদেশের সিমলা

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৮ ২১:৪২বলিউডের ছবিতে বাংলাদেশের সিমলা

বাংলাদেশি অভিনেত্রী সিমলা এবার বলিউড চলচ্চিত্রে কাজ করছেন। 'সফর' নামের এই ছবিটি সম্পূর্ণ হিন্দিতে নির্মিত হচ্ছে। এতে তাঁর নায়ক হিসেবে রয়েছেন মডেল ও বলিউড অভিনেতা জস আরোরা।

অর্পন রায় চৌধুরী 'সফর' ছবিটি পরিচালনা করছেন। এ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। এর আগে স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেছেন এ নির্মাতা।

জানা গেছে, 'সফর' ছবিতে অভিনয়ের জন্য তিন মাস ধরে হিন্দি শিখেছেন সিমলা। গত ১৯ মে মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হয়। ছবিটি প্রযোজনা করছে কলকাতার কিংস এন্টারপ্রাইজ।

বাংলাদেশে ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন সিমলা। এই ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। এদিকে সিমলা অভিনীত ‘নাইওর’ এবং ‘প্রেম কাহন’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।মন্তব্য