kalerkantho


ছেলের জন্মদিনে শিল্পা শেঠির আবেগঘন পোস্ট

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৮ ১৪:৩৪ছেলের জন্মদিনে শিল্পা শেঠির আবেগঘন পোস্ট

আজ শিল্পা শেঠি আর রাজ কুন্দ্রর ছেলে ভিয়ান ছয় বছরে পূর্ণ হলো। ২০১২ সালের ২১ মে এই দম্পতির ঘর আলো করে আসে ভিয়ান। আজ ছেলের জন্মদিন উপলক্ষে অসাধারণ ও আদুরে পোস্ট দিয়েছেন মা শিল্পা শেঠি। 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সন্তানের অনেকগুলো ছবি ও ভিডিও পোস্ট করে লেখেন, ২১ মে ২০১২ নতুন এক আমার জন্ম হয়। আজ ছয় বছরে সে। জীবন সুন্দর। আরো সুন্দর তোমার মাঝে নিজেকে খুঁজে পাওয়া। 
সূত্র : এনডিটিভিমন্তব্য