kalerkantho


ইরফান ফিরছেন, অল্প সময়ের জন্য হলেও

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৮ ১৫:১৪ইরফান ফিরছেন, অল্প সময়ের জন্য হলেও

অল্প সময়ের জন্য হলেও মুম্বাই ফিরছেন বলিউড অভিনেতা ইরফান খান। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসার জন্য রয়েছেন। 

ইরফানের পরবর্তী মুক্তিপ্রতীক্ষিত ছবিটির নাম 'কারওয়ান'। আর এই ছবিটির মুক্তির সময় টিমের সাথে ইরফান থাকবেন বলে আশা করা হচ্ছে। তাঁর শেষ ছবি 'ব্ল্যাকমেইল'-এর মুক্তির সময় তিনি উপস্থিত থাকতে পারেননি।

'কারওয়ান' ছবিটি দুজন নবাগতকে পরিচয় করিয়ে দেবে। একজন মালায়লাম অভিনেতা দুলকার সালমান। যিনি সিনেপ্রেমীদের কাছে একেবারেই নতুন মুখ। আশা করা যাচ্ছে, ইরফানের মাধ্যমে তিনি পরিচিতি পাবেন।

এ-প্রসঙ্গে 'কারওয়ান' পরিচালক আকর্ষ খুরানা বলেন, আমরা সবাই ইরাফানের ফেরার অপেক্ষায় রয়েছি। ছবিতে অসাধারণ অভিনয় করেছেন ইরফান। তাঁর সাথে কাজ করা আমার স্বপ্ন ছিল। 

ইরফানের অসুস্থতা প্রসঙ্গে আকর্ষ বলেন, এটা একটা বড় আঘাত ছিল। আমরা তাঁর সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় আছি। তাঁর জন্য শুভ কামনা।
সূত্র : ডেকন ক্রনিকল মন্তব্য