kalerkantho


তবে কী সালমানের পথেই হাঁটছেন বরুণ ধাওয়ান

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৮ ১৩:৪৪তবে কী সালমানের পথেই হাঁটছেন বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান নতুন প্রজন্মের অভিনেতাদের অন্যতম। তিনি প্রতিনিয়ত নিজেকে ভাঙেন আর গড়েন। চরিত্র নিয়ে পরীক্ষা চালান নিয়মিত। কখনো রোমান্টিক নায়ক, কখনো মজার চরিত্রে আবার কখনো-বা গ্রে ক্যারেক্টারে। সবকিছুতেই যেন নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেন এই তরুণ প্রতিভা। 

এই প্রথম একজন স্বামীর চরিত্রে রূপদান করতে যাচ্ছেন তিনি। আনুশকা শর্মার বিপরীতে 'সুই ধাগা' ছবিতে। আর সেই সাথে তিনি আছেন মাল্টি-স্টারার সুপার মুভি 'কলঙ্ক'তে।

এই মেগা প্রজেক্টের জন্য নিজেকে ভীষণভাবে প্রস্তুত করছেন বরুণ। করছেন জিম সেশন, এমনকি সেটা 'কলঙ্ক'র সেটেও। তবে একটা বিষয় খেয়াল করা গেছে সেটা হলো; এত ব্যায়ামের মাঝেও দেখা যাচ্ছে তাঁর ছোট একটুখানি ভুঁড়ি। কেন?

এর কারণ হিসেবে অনেকে উল্লেখ করছেন সালমান খানের কথা। 'সুলতান' ছবিতে কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেন সালমান। সেখানে দেখা গেছে পেশিবহুল সালমানের রয়েছে একটু ছোট ভুঁড়ি। যদিও সেটা তাঁর শরীরের সাথে খুবই মানানসই।

তাহলে কী তেমনটাই চাইছেন বরুণ? এত জিম সেশনের মাঝেও দেখা যাচ্ছে তাঁর ছোট ভুঁড়িটি। তবে কী সালমানের পথেই হাঁটছেন এই তরুণ প্রতিভা?

সময়ই উন্মোচন করবে সব রহস্যের মোড়ক। আমরা অপেক্ষায় থাকি।
সূত্র : ডেকন ক্রনিকলমন্তব্য