kalerkantho


সালমানকে দেখে জ্ঞান হারালেন 'দশ কা দম' প্রতিযোগী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৮ ১৪:২১সালমানকে দেখে জ্ঞান হারালেন 'দশ কা দম' প্রতিযোগী

আবারো টেলিভিশনে ফিরছেন বলিউডের সুপারস্টার আর দাপুটে অভিনেতা সালমান খান। দর্শককে আনন্দ দেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে এই মানুষটির। ইতিমধ্যে 'দশ কা দশ'-এর শুটিং শুরু করেছেন এই অভিনেতা। 

আপনারা যারা সালমানের টিভি অ্যাপিয়ারেন্সের সাথে পরিচিত তাঁদের কাছে 'কিনতে প্রাতিশাত ভারতীয়' (কত শতাংশ ভারতীয়) একটি সিগনেচার স্টাইল হিসেবে পরিচিত।

শুরু হয়ে গেছে গেম শো'টির শুটিং। তবে, প্রথম দিনই ঘটেছে একটি দুর্ভাগ্যজনক ঘটনা। শো'টির প্রথম প্রতিযোগী সালমানের সাথে আলাপচারিতার একপর্যায়ে জ্ঞান হারান। 

অনলাইন বিনোদনপত্র স্পটবয় জানায়, মুম্বাই থেকে এসেছিলেন ওই নারী প্রতিযোগী। বয়স পঞ্চাশের কাছাকাছি। সালমানের সাথে আলাপাকালে ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েন। এবং দুর্ভাগ্যজনকভাবে আলাপের শেষ পর্যায়ে তিনি জ্ঞান হারান। মাটিতে পড়ে যাওয়ার আগে সালমান ছুটে গিয়ে ওই নারীকে ধরে ফেলেন। 

জানা গেছে, নিজের সবচেয়ে পছন্দের অভিনেতাকে সামনাসামনি দেখে আবেগ ধরে রাখতে পারেননি ওই নারী। তবে, এখন তিনি ভালো আছেন।
সূত্র : ডিএনএমন্তব্য