kalerkantho


গানে ফিরছে প্রমিথিউস

রংবেরং প্রতিবেদক    

১৯ মে, ২০১৮ ১২:৩৪গানে ফিরছে প্রমিথিউস

অনেক দিন হলো নতুন কোনো গান প্রকাশ করেনি জনপ্রিয় ব্যান্ডদল প্রমিথিউস। ভক্তরাও অপেক্ষায় ছিল, কবে আসবে নতুন গান। এবার অপেক্ষার পালা শেষ হচ্ছে বলে জানালেন দলটির প্রধান বিপ্লব। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নিন্দুকের কথায় প্রমিথিউসের কিছু আসে-যায় না। আমরা শিগগির ফিরছি। সম্মানিত ভক্তরা, আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না।’ বিপ্লবের এই স্ট্যাটাসের নিচে মুহূর্তের মধ্যে জমা হয় বেশ কিছু মন্তব্য। ভক্তদের বেশির ভাগেরই বক্তব্য প্রায় এক, মুক্তির ‘প্রত্যাশা’ আর প্রজন্মের ‘সংগ্রাম’-এর মতো নতুন গানের অপেক্ষায় আছে তারা। মন্তব্য