kalerkantho


কলেজ ড্রামার নতুন ওয়েব সিরিজে সামির সোনি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৮ ১২:০৪কলেজ ড্রামার নতুন ওয়েব সিরিজে সামির সোনি

'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-এর পর নতুন আরেকটি কলেজ ড্রামায় নিজেকে সম্পৃক্ত করেছেন বলিউডের তরুণ অভিনেতা সামির সোনি। 

নতুন এই কলেজ ড্রামাটি মূলত একটি ওয়েব সিরিজ। এখানে সামির একজন সাবেক অলিম্পিয়ান বক্সারের ভূমিকায় অভিনয় করবেন। ওয়েব সিরিজটির নাম 'পাঞ্চ বিট'। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-এ সামির কলেজের অধ্যক্ষের ভূমিকায় অভিনয় করেছেন।

এ-প্রসঙ্গে সামির সোনি গণমাধ্যমকে বলেন, ওয়েব সিরিজে আমার চরিত্রটি বেশ মজার। চরিত্রটি এমন যে সে কলেজের কেউ নয় তবে কলেজের সবার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করে। 

এর আগে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২' ছবির দুই মুখ্য অভিনয়শিল্পী টাইগার শ্রফ আর অনন্যা পান্ডের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সামির বলেন, ওঁরা দুজনই অসাধারণ। 

'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২' ছবির দ্বিতীয় শিডিউল পুনেতে শুট হবে। আগামী মাসে সেখানেই যাচ্ছে পুরো টিম। আর নতুন যে ওয়েব সিরিজে অভিনয় করবেন সামির, সেটার শুটিং হবে দেরাদুনে। এর আগে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-এর প্রথম শিডিউলের শুটিং ওখানেই হয়েছিল।
সূত্র : ডিএনএ মন্তব্য